কাঠের চিরুনির টিপগুলো সাধারণত রাউন্ড হয়ে থাকে, হার্শ হয় না। আমাদের স্ক্যাল্পে বেশ কিছু আকুপ্রেশার পয়েন্ট আছে। যখনই আমরা কাঠের চিরুনি দিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করি তখন এই পয়েন্টগুলোতে প্রেশার পড়ে এবং স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বেড়ে যায়।
চুলের বৃদ্ধি নিশ্চিত করে
আমরা জেনেছি যে কাঠের চিরুনি স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ায়। এতে হেয়ার ফলিকলগুলো স্টিমুলেট হয়। যখন স্ক্যাল্প পর্যাপ্ত ব্লাড সাপ্লাই পায় তখন স্বাভাবিকভাবেই সব ধরনের নিউট্রিয়েন্টের উপকারিতা পাওয়া যায়। আর পুষ্টি পেলে চুল তো দ্রুত বেড়ে উঠবেই।
গ্রিজিনেস কমায়
কাঠের চিরুনির গঠনের জন্য এটি পুরো স্ক্যাল্পে সমানভাবে প্রেশার ডিস্ট্রিবিউট করে দেয়। ফলে সেবাম প্রডাকশন কন্ট্রোলে থাকে। সেবাম হলো আমাদের ত্বকের সেবাসিয়াস গ্রন্থি থেকে নিঃসৃত এক ধরনের তেল। যেটাকে আমরা ন্যাচারাল অয়েল বলি। সমান প্রেশার ও জেন্টল ম্যাসাজের কারণে এই সেবাম শুধু স্ক্যাল্প নয় বরং চুলের আগা পর্যন্ত খুব ভালোভাবে ডিস্ট্রিবিউশন হয়। এর জন্য স্ক্যাল্পে খুব বেশি গ্রিজিনেস ফিল হয় না।
চুল পড়া কমায়
কাঠের চিরুনি যে নিউট্রাল আয়নের হয় এটা তো আমরা শুরুতেই জেনেছি। তার সঙ্গে এর ব্রিসলগুলোর মধ্যে বেশ ফাঁকা জায়গা থাকায় যখন চুল আঁচড়ানো হয়, তখন বেশ মসৃণভাবে চিরুনি চুলের মধ্য দিয়ে গ্লাইড করে। ফলে ব্রেকেজ এর সুযোগ কমে যায় এবং ব্রেকেজ কমলে স্বাভাবিকভাবেই চুল পড়ায় হার কমে যায়।
খুশকি কমায়
যখন আমরা প্লাস্টিক বা মেটালের চিরুনি ব্যবহার করি, তখন স্ক্যাল্পে তুলনামূলক বেশি ফ্রিকশন হয়। এতে স্ক্যাল্পে ইরিটেশন হতে পারে। আর এই ইরিটেশন থেকে শুরু হতে পারে খুশকি। কিন্তু যখন কাঠের চিরুনি ব্যবহার করা হয় তখন ইরিটেশন অনেকটাই কমে আসে।